এমডিএইচ রাজু, চট্টগ্রাম ;
আনোয়ারা উপজেলায় খান ফাউন্ডেশন উদ্যোগে ইলমা বাস্তবায়নে ও সপ্তক এর আয়োজনে Voice for Change Project এর বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ ১৯ আগস্ট (মঙ্গলবার) দিনব্যাপী উপজেলা কৃষি হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি ও ক্লাব, সাংগঠনের নেতৃবৃন্দ প্রশিক্ষণে উপস্থিতিতেVoice for Change Project বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণে খান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সমন্বয়ক মোঃ মুজিবুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিষয় ভিক্তিক আলোচনায় সহযোগিতা করেন খান ফাউন্ডেশন এর প্রজেক্ট অফিসার বিলকিস সুলতানা।
এতে আরো অংশগ্রহণ করেন, আনোয়ারা উপজেলার বিভিন্ন এনজিও, জনপ্রতিনিধি ও সংগঠনের সভাপতি আনোয়ারা প্রেসক্লাব সভাপতি,বৈরাগ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ,জুইদন্ডী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন লাগ ও ইউপি সদস্যবৃন্দরা।
জেলা প্রকল্প কর্মকর্তা আলোচনায় বলেন, অংশগ্রহণমূলক ও পরিকল্পনা সম্পর্কে ধারণা,ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বাৎসরিক উন্নয়ন সম্পর্কে ধারণা (২০০৯ এ আইন অনুযায়ী ও পরিষদের ম্যানুয়াল ধারণা।
অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ধাপসমূহ (৭ টি ধাপ নিয়ে আলোচনা করা হয়, ওয়াড সভা কমিটি ও সভা আয়োজন ও পরিকল্পনা নিয়মাবলী ও ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের উৎস সমূহ তুলে ধরেন।
উপস্থিত অংশগ্রহণ কারিগরগন প্রতিটি আলোচনায় স্বতঃস্কৃত ভাবে অংশগ্রহণ করেন।উক্ত বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণে পরিকল্পনা কোর্স মূল্যায়ন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করা হয়।